রবিবার ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার নৈতিক অধিকার নেই রাশিয়ার: যুক্তরাজ্য

  |   শনিবার, ২০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   187 বার পঠিত

ইউক্রেনে হামলা চালানোর কারণে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার  নৈতিক অধিকার হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার ( ১৯ আগস্ট) এমন মন্তব্য করা হয়েছে।

ব্রিটেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ার জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। রাশিয়ার যুদ্ধের প্রভাবগুলো জি২০ বৈঠকে তুলতে ইন্দোনেশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে সেটিকে স্বাগত জানাই।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ৫:৪৭ পিএম | শনিবার, ২০ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।