| শনিবার, ৩০ জুলাই ২০২২ | প্রিন্ট | 122 বার পঠিত
ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। এই দুই জনের ৯১ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে স্বাগতিকরা। মাধেভেরে ৬৭ ও রাজা রানে ৬১ অপরাজিত থাকেন।
শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ জিম্বাবুয়ে। আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ারে প্রথম টসই হারেন নুরুল হাসান সোহান। টস জিতে আগেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের কাপ্তান ক্রেইগ আরভিন।
তবে দ্রুত উইকেট পতনের ধাক্কা কাটিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন ওয়েসলি মাধভেরে ও ক্রেইগ আরভাইন। দুইজনে মিলে দলীয় সংগ্রহ অর্ধশতকের উপরে নিয়ে যান।
তবে ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলে এই জুটি ভাঙ্গেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৮ বলে ২১ করা ক্রেইগ আরভাইনকে ফিরিয়ে আনেন ব্রেক থ্রু।
সঙ্গী বিদায় নিলেও উইকেট কামড়ে ধরে ব্যাট চালাতে থাকেন মাধভেরে। সিন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে সচল রাখেন দলের রানের চাকা।
১৯ বলে ৩৩ করা উইলিয়ামসকে মুস্তাফিজ মাঠছাড়া করলেও সিকান্দার রাজাকে নিয়ে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন মাধভেরে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ৩৭ বলে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক।
অর্ধশতক হাঁকিয়েই শরিফুল-নাসুমদের ওপর আরও চড়াও হন মাধভেরে। কম যাচ্ছিলেন না সঙ্গী সিকান্দার রাজাও। দুইজনের মারকুটে ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রোডেশিয়ানরা।
সফরকারীদের হয়ে দুটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। একটি উইকেট যায় মোসাদ্দেক হোসেন সৈকতের ঝুলিতে।
Posted ২:৫৭ পিএম | শনিবার, ৩০ জুলাই ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।