শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জাতীয় সংসদের সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম-এ ভোট

  |   মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   121 বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান।
তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে অনূর্ধ্ব দেড় শ’ টি আসনে ইভিএমে নির্বাচন করা হবে। ন্যূনতম একটি আসনেও হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, সব বিষয় আমলে নিয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আজকের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি। কমিশন অভ্যন্তরীণভাবে আলোচনা করেছে। সবকিছু বিচারবিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ইসির হাতে দেড় লাখ ইভিএম রয়েছে। এগুলো দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে ভোট নেয়া যাবে। এর চেয়ে বেশি আসনে ভোট করতে হলে ইভিএম কিনতে হবে। এখন থেকে সে উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনে ইভিএম কেনার জন্য নতুন প্রকল্প  নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৯ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।