মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চিনের আকাশে হঠাৎ আলোর ঝলকানি! রামধনু-মেঘের বিরল বিচ্ছুরণে হতবাক বিশ্ব

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   142 বার পঠিত

একসঙ্গে অনেক রঙের মেঘ! কিউমুলাস ক্লাউড। মসৃণ মেঘের আস্তরণ। কথায় বলে রামধনু-মেঘ। তবে তার একটা পোশাকি নামও আছে– ‘পিলিয়াস ক্লাউড’। চিনের গুয়াংডং প্রদেশ এই বিরল ঘটনার সাক্ষী থাকল। হঠাৎ দেখলে রামধনু বলে মনে হলেও, এটি আসলে মেঘ। জানা গিয়েছে, দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশে অগস্ট মাসের শেষভাগে এই রামধনুর মতো মেঘ দেখতে পাওয়া গিয়েছিল। চিনের ওই প্রদেশের বাসিন্দারা মেঘটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই এটা নিয়ে হইচই পড়ে যায়। ভাইরাল হয়ে যায় সেই ছবি। পিলিয়াস, যাকে ‘ক্যাপ ক্লাউড’ বা ‘স্কার্ফ ক্লাউড’ও বলা হয়, তা আসলে কিউমুলাস বা কিউমুলোনিম্বাস মেঘ। মূলত বায়ুমণ্ডলে উপস্থিত বরফের ক্ষুদ্র কণা বা জলবিন্দু থেকেই এ ধরনের মেঘ তৈরি হয়। ছোট ছোট বরফকণা বা জলবিন্দুর উপর আলোকরশ্মি পড়ে নানা রঙের এই মেঘ তৈরি হয়ে ওঠে। ঠিক যেমন স্ফটিকের উপর আলো পড়লে তা থেকে বিভিন্ন রং বেরিয়ে আসে, তেমনই বরফকণা বা জলবিন্দুর উপরেও আলো পড়লে রঙিন আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। একটি রঙের মেঘের উপরে আরেকটি রঙের মেঘ পরপর মিলেই এই ধরনের রামধনুমেঘ তৈরি করে। ভূপষ্ঠ থেকে কম উচ্চতায় এই মেঘ তৈরি হয়। যদি বাতাসে আর্দ্রতা বেশি থাকে বা শীতল বাতাস হিমাঙ্কে পৌঁছে যায়, তখন এই ধরনের মেঘ তৈরি হতে পারে। এই মেঘ অত্যন্ত পাতলা হয়।

Facebook Comments Box

Posted ৫:৪৩ পিএম | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।