বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ক্যাপিটলে দাঙ্গা লাইভ দেখেছিলেন ট্রাম্প

  |   শুক্রবার, ২২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   117 বার পঠিত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলার ঘটনা হোয়াইট হাউজে বসে টেলিভিশনে সরাসরি সম্প্রচারে ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সে সময় ট্রাম্পের সন্তান ও ঘনিষ্ঠ সহযোগীরা ক্যাপিটলে তার উন্মত্ত সমর্থকদের সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু তাদের অনুরোধে কান দেননি ট্রাম্প।

ক্যাপিটলে দাঙ্গা নিয়ে বৃহস্পতিবার কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে এমনই সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ক্যাপিটল হিলে ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি কমিটি গঠনের পর থেকে বিষয়টি নিয়ে শুনানি চলছে। বৃহস্পতিবার অষ্টমবারের মতো কংগ্রেসে শুনানি হয়েছে।

বিবিসি জানায়, ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন কংগ্রেস তদন্ত কমিটিতে দুই রিপাবলিকান সদস্যের একজন অ্যাডাম কিনজিনগার বলেছেন, দাঙ্গাকারীদের থামানোর কোনও ইচ্ছাই ওই সময় ট্রাম্পের ছিল না।

তিনি সহিংসতা থামাতে আইনপ্রয়োগকারী সংস্থা কিংবা জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদেরকে একটি ফোনও করেননি।

শুনানিতে অন্যান্য সদস্যরা আরও বলেছেন, সমর্থকদেরকে হামলায় উসকানি দিয়ে ভাষণ দেওয়ার পর ১৮৭ মিনিট (তিন ঘণ্টার বেশি সময়) ধরে নিষ্ক্রিয় ছিলেন ট্রাম্প। এরপর এক ভিডিও বার্তায় তিনি সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেন।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য এলাইন লুরিয়া বলেন, ট্রাম্প ডাইনিং টেবিলে বসে টেলিভিশনের পর্দায় হামলার দৃশ্য দেখছিলেন। তার জ্যেষ্ঠ সহকর্মী, ঘনিষ্ঠ উপদেষ্টারা এবং পরিবারের সদস্যরা তাকে এমন পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছিলেন, যা যে কোনও একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আশা করা হয়।

ট্রাম্পের নিষ্ক্রিয়তার সাক্ষ্য হিসাবে তদন্ত প্যানেল হোয়াইট হাউজের উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তাদের বয়ানের ভিডিওটেপ প্রকাশ করেছে।

ওই বয়ান নেওয়ার সময় হোয়াইট হাউজের সাবেক উপদেষ্টা প্যাট সিপোলোনকে তদন্তকারীরা ঘটনার দিন ট্রাম্পের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন। তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী, অ্যাটর্নি জেনারেল কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানকে ফোন করেছিলেন কিনা। প্রতিটি প্রশ্নেরই ‘না’ জবাব দিয়েছেন সিপোলোন।

Facebook Comments Box

Posted ১২:২১ পিএম | শুক্রবার, ২২ জুলাই ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।