| রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
দুর্যোগের ঝুঁকি কমাতে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যামেরার মাধ্যমে মাত্র ১০ সেকেন্ডে আগুন লাগার খবর ম্যাপ ও ছবিসহ পাঠানো সম্ভব ইমার্জেন্সি অপারেশন সেন্টারে। এ তথ্য জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের প্রফেসর খলিলুর রহমান।
শনিবার (২৪ জুন) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে রাজধানীর হোটেল রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
Posted ৫:৪৩ এএম | রবিবার, ২৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।