| বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
চীনের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তান ও চীন ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটর দূরে।
চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।
এতে বলা হয়, শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চলে।
ভূমিকম্পের ফলে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের ১০টি শহর। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। ভয়াবহ ওই ভূমিকম্পের পর এসব শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Posted ২:৫৬ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।