শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এই আমেরিকায়ও গণতন্ত্র হুমকির সম্মুখীন : জো বাইডেন

  |   শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   130 বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে, যাকে হোয়াইট হাউজের কর্মকর্তারা ‘দেশমাতৃকার আত্মার জন্য যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন সে নিয়েই তার বক্তব্য তুলে ধরেন। আমেরিকার জনগণের অধিকার এবং নির্বাচনের স্বাধীনতা কি ভাবে এখনও “আক্রমণের শিকার” সে প্রসঙ্গটি তুলে ধরেন । তিনি পরিস্কার ভাবে তুলে ধরেন যে আমেরিকার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের স্বাধীনতা সুরক্ষিত রাখতে চান। তিনি বলেন এটা মনে করার কারণ নেই যে এই আমেরিকায় গণতন্ত্র হুমকির সম্মুখীন নয়। প্রসঙ্গত তিনি ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা ও সহিংসতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন গণতন্ত্র এবং সকল মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন না করলে আমেরিকা যে আদর্শ রক্ষা করে আসছে দু’শ বছর ধরে সেই আদর্শ বিনষ্ট হবে।

সাধারণ ভাবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমালোচনা করলেও তিনি বলেন তিনি মনে করেন না সব রিপাবলিকানই বিভাজন ও সহিংসতার পক্ষে । তবে তিনি সতর্ক করে দেন যে গণতন্ত্রকে খর্ব করার যে কোন প্রচেষ্টা সহিংসতার সুত্রপাত ঘটাতে পারে। তিনি ইন্ডেপেন্ডেন্স হলের সামনে দাড়িয়ে তার ভাষণে বলেন , “আজ রাতে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি আমাদের গণতন্ত্র এখন আক্রান্ত”।

তবে এই সতর্ক বার্তার পাশাপাশি তিনি এ কথাও বলেন যে আমেরিকার জনগণ প্রতিকুল অবস্থা জয় করেছে। তিনি বার বার বলেন, “উই দ্য পিপল” অর্থাৎ আমরা এই জনগণ সব কিছু সাধন করতে পারি। বর্ণ -ধর্ম নির্বিশেষ সকল আমেরিকান অবিভাজিত ভাবে ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখে তিনি তার ভাষণ শেষ করেন।

Facebook Comments Box

Posted ২:১৫ পিএম | শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।