রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

উত্তর কোরিয়ার হুমকি প্রতিরোধে যুক্তরাষ্ট্র,দক্ষিণ কোরিয়া,জাপান আরও সহযোগিতার অঙ্গীকার করেছে

  |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   119 বার পঠিত

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান উত্তর কোরিয়ার প্রত্যাশিত পারমাণবিক পরীক্ষার আগে সহযোগিতা জোরদার এবং প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করার অঙ্গীকার করেছে।

বুধবার টোকিওতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের উর্ধ্বতন নেতাদের মধ্যকার একটি বৈঠকের সময় এই প্রতিশ্রুতি দেয়া হয়।

উত্তর কোরিয়া এই মাসের শুরুতে জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, পিয়ংইয়ং পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। ২০০৬ সালের পর এটি হবে সপ্তম পারমাণবিক পরীক্ষা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপানের কোরিয়ার নৃশংস দখল নিয়ে চলমান উত্তেজনা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা দক্ষিণ কোরিয়া এবং জাপানকে কাছাকাছি নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান উত্তর কোরিয়াকে “অধিকতর উস্কানি প্রদান থেকে বিরত থাকার” আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে, যুক্তরাষ্ট্র কোনোপ্রকার পূর্বশর্ত ছাড়াই সংলাপে বসতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুদ্ধকালীন কোরিয়ায় জাপানের জোরপূর্বক শ্রমের ব্যবহার নিয়ে আইনি বিরোধের কারণে জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক কয়েক বছর ধরে সমস্যায় থেকেছে।

তবে মে মাসে দায়িত্ব গ্রহণ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন বলেছেন, তিনি সম্পর্ক উন্নত করতে চান এবং তিনি টোকিওর সাথে বর্ধিত নিরাপত্তা সহযোগিতার তদারকি করেছেন।

এই মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ কোরিয়া এবং জাপানের মধ্যে জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে। সেপ্টেম্বরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র প্রায় ৫ বছরের মধ্যে তাদের প্রথম ত্রিপক্ষীয় সাবমেরিন বিরোধী মহড়া পরিচালনা করে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।