| শনিবার, ২৭ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 141 বার পঠিত
ইউক্রেনে সম্প্রতি একজন মার্কিন নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, কর্মকর্তারা ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং কনস্যুলার সহায়তা দিচ্ছেন।
তার ভাষায়, ‘সশস্ত্র সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ করা উচিত নয়। এই বিষয়টি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি।’
এদিকে ইউক্রেনের লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার ২০০ প্যারাট্রুপার নিহত হয়েছে। শুক্রবার টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অধিকৃত এলাকায় থাকা রুশ বাহিনীর একটি ঘাঁটিও ধ্বংসের দাবি করেন তিনি। টেলিগ্রাম পোস্টে গভর্নর জানান, ইউক্রেনীয় সেনারা কাদিভকা শহরের একটি হোটেলে স্থাপিত রুশ ঘাঁটিতে সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম হয়েছে। এ অবস্থায় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি অনেকটাই থেমে গেছে। এটাকে নিজেদের বড় ধরনের সফলতা হিসেবে দেখছেন তিনি।
যুদ্ধবিধ্বস্ত ভবনের ছবি প্রকাশ করে ইউক্রেনের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ২০১৪ সাল থেকে এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল রুশ বাহিনী। নিজেদের বিমান বাহিনীর প্যারাট্রুপার নিহতের ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Posted ৬:০১ পিএম | শনিবার, ২৭ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।