| মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 156 বার পঠিত
মঙ্গলবার বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তার দেশ রাশিয়ার সাথে ‘সত্যিকারের’ আলোচনার ব্যাপারটি বিবেচনা করতে ইচ্ছুক।
জেলেন্সকি বলেন, ইউক্রেনের সীমানা পুনরুদ্ধার করা হলে, রাশিয়ার আগ্রাসন ও হামলার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া হলে এবং অপরাধীদের জবাবদিহি করার চেষ্টা করা হলে তার দেশ মস্কোর সাথে আলোচনার জন্য প্রস্তুত।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় যে ইউক্রেন শান্তি আলোচনার জন্য ইচ্ছা প্রকাশ করুক। প্রতিবেদন অনুসারে, এই ইচ্ছা প্রকাশ কিয়েভের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করবে।
ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি এন্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সি দানিলভ বলেছেন, এই ধরনের বিবেচনার জন্য “প্রধান শর্ত” হবে “ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার।
অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে দানিলভ আরও বলেন, আধুনিক বিমান প্রতিরক্ষা, বিমান, ট্যাংক এবং দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের এক প্রকার ‘নিশ্চয়তা’ থাকা দরকার।
রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সোমবার ইউক্রেন ন্যাশনাল এডভান্সড সারফেস-টু-সারফেস মিসাইল সিস্টেম এবং অ্যাসপাইড এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম ডেলিভেরি পেয়েছে।
এদিকে মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া দক্ষিণ ইউক্রেনে তাদের দখলকৃত শহর মারিউপোল ঘিরে প্রতিরক্ষামূলক কাঠামো নির্মাণ শুরু করেছে।
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি গত মাসে বলেছিলেন যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে উল্লেখযোগ্য রুশ হামলার পরে যুক্তরাষ্ট্র ইউক্রেনে অত্যাধুনিক নাসামস-এর চালান ত্বরান্বিত করছে।
Posted ৬:১৪ পিএম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।