মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা:মাক্রোঁ-পুটিন বাকযুদ্ধ

  |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   118 বার পঠিত

ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে রোববার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট৷ তবে সমাধানের বদলে পারস্পরিক দোষারোপেই শেষ হয় আলোচনা৷

ভ্লাদিমির পুটিন ইউক্রেনের সেবনাবাহিনীকে ঝাপোরিজঝিয়া সংকটের জন্য দায়ী করেন৷ অন্যদিকে এমানুয়েল মাক্রোঁ রুশ সেনাদের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার হুমকি বলে মন্তব্য করেন৷

ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ রাশিয়া এবং ইউক্রেন ঝাপোরিজঝিয়া বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে বোমাবর্ষণের জন্য একে অপরকে দায়ী করে আসছে৷ কিন্তু বোমাবর্ষণ অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে পারমাণবিক বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিয়েছে৷

কিভাবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা যায়, এ নিয়ে কথা বলেন মাক্রোঁ এবং পুটিন৷ কিন্তু বৈঠক নিয়ে দুই পক্ষের প্রকাশ করা বিবৃতিতে পাওয়া যায় দুরকম সুর৷ ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তেজষ্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের নিয়মিত হামলার ফলে বিপর্যয়ের আশঙ্কার কথা তুলে ধরেছে রাশিয়া৷”

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অংশগ্রহণে একটি ‘অরাজনৈতিক মতবিনিময়ের’ আহ্বানও জানিয়েছে রাশিয়া৷

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে রুশ সৈন্যরা বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণে থাকায় ঝুঁকি তৈরি হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তিনি (মাক্রোঁ) রুশ সৈন্যদের ভারি ও হালকা অস্ত্রশস্ত্র নিয়ে সেখান থেকে (ঝাপোরিজঝিয়া) সরে যাওয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন৷”

এদিকে বিপর্যয় এড়াতেআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ঝাপোরিজঝিয়া বিদ্যুৎকেন্দ্রের চারপাশ জুড়ে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে৷

সূত্র-রয়টার্স

Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।