| শনিবার, ০৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 112 বার পঠিত
আয়ারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে সাতজনের প্রাণহানি হয়েছে। শনিবার পুলিশ এ কথা জানায়।
পুলিশ বলেছে, আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিসলো গ্রামে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেলে ওই পেট্রোল স্টেশন চত্বর এবং কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সম্মুখভাগে বিস্ফোরণের পর, আয়ারল্যান্ডের জরুরী পরিষেবাগুলি ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যায়। খবর এএফপি’র।
আয়ারল্যান্ডের পুলিশ, ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, কোস্ট গার্ড এবং উত্তর আয়ারল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যুক্তরাজ্য পরিচালিত প্রদেশের একটি বিশেষজ্ঞ দলও উপস্থিত ছিল। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, যারা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, আজ প্রার্থনা তাদেরই জন্য। তিনি এক বিবৃতিতে অত্যন্ত বেদনাদায়ক এই পরিস্থিতিতে রাতভর কর্মরত জরুরী পরিষেবা সদস্যদের ধন্যবাদ জানান।
Posted ৬:৩১ পিএম | শনিবার, ০৮ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।