| সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
আকাশে উড়তে থাকা আরও একটি অজ্ঞাত বস্তু ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। স্থানীয় সময় রোববার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী লেক হিউরন এলাকায় এটি ভূপাতিত করা হয়।
এ নিয়ে চলতি মাসে চারটি উড়ন্ত বস্তু ভূপাতিত করল মার্কিন যুদ্ধবিমান।
মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন রোববার চতুর্থ বস্তুটি গুলি করে ভূপাতিত করার খবর নিশ্চিত করে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, বস্তুটি সামরিক কোনো হুমকি সৃষ্টি করেনি।তবে উড্ডয়নপথে সমস্যা তৈরি করেছিল।
ফেব্রুয়ারির শুরুর দিকে মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনের খোঁজ মেলে। তারপরই যুক্তরাষ্ট্র জানিয়েছিল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা চীনের বড় কর্মযজ্ঞের একটা অংশ।
তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করে চীন। বেইজিং জানিয়েছে প্রথম বেলুনটি তাদের ও সেটা আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল। আর সেই বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে মার্কিন আকাশ সীমায় প্রবেশ করেছিল।
চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তুর’ দেখা পাওয়া যায়। পরে যুদ্ধবিমান দিয়ে সেটি ধ্বংস করা হয়।
যদিও রহস্যজনক বস্তুটি কী ছিল, তা নিশ্চিত করে জানাতে পারেননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
Posted ৪:০৭ এএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।