| শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 104 বার পঠিত
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, “আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমরা আমাদের কাজ করতে চাই এবং বিশ্ব বাজারে আমাদের রপ্তানি বাড়াতে চাই।আমরা যদি তা করতে পারি ,তাহলে নিজেদের সফল বলব।”
শনিবার (১২ নভেম্বর) বিকালে, মেড ইন বাংলাদেশ উইক-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এ কথা বলেন।
সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে, একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেড ইন বাংলাদেশ উইক-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। দেশ-বিদেশের মানুষ, বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতা ও সহযোগীরা এই টুর্নামেন্টে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৩ নভেম্বর) সকালে মেড ইন বাংলাদেশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, “এই মেগা ইভেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চাই এবং আমাদের শিল্প উদ্ভাবন গুলো তুলে ধরতে চাই।”
Posted ৫:৫৩ পিএম | শনিবার, ১২ নভেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।