বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আজ রাতেই আসছে চঞ্চল-বাবুর ‘দুই দিনের দুনিয়া’

  |   বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। তাদের দু’জনের অভিনীত অনম বিশ্বাস পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘দুই দিনের দুনিয়া’ মুক্তি পেয়েছে ১৩ অক্টোবর রাত ৮টায়। এ সিনেমার মধ্যে দিয়ে চঞ্চল ও বাবু জুটি ওটিটিতে প্রথম একসঙ্গে আসছেন। আশরাফুল আলম শাওনের লেখা গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস।

সিনেমাটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা আসলে সবসময় চেয়েছি আমাদের দেশি কোনো প্ল্যাটফর্ম এগিয়ে যাক। ‘দুই দিনের দুনিয়া’ গল্পটা আগের সব গল্প থেকে পুরোপুরি অন্যরকম। আমি সবসময় চাই নতুন গল্পে নতুন চরিত্রে কাজ করতে। এখন আমাদের খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এমন নয়। কেননা আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই।’

ফজলুর রহমান বাবু বলেন, ‘দুই দিনের দুনিয়া সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। সিনেমার গল্পটা যখন শুনি, তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সঙ্গে আমার প্রথম কাজ এটা। সব কিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল যথেষ্ট। আমার প্রত্যাশা বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।’

জানা গেছে, প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দুই দিনের দুনিয়া’। এই সিনেমার গল্পে দেশীয় আবহের সাথে সাইন্স-ফিকশন ঘরানার সংমিশ্রণ করা হয়েছে বেশ সুন্দর ও সহজাত ভঙ্গিতে। এই সিনেমায় রয়েছে তিনটি গান। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু ছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরীসহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:০৭ পিএম | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।