| বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 116 বার পঠিত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। তাদের দু’জনের অভিনীত অনম বিশ্বাস পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘দুই দিনের দুনিয়া’ মুক্তি পেয়েছে ১৩ অক্টোবর রাত ৮টায়। এ সিনেমার মধ্যে দিয়ে চঞ্চল ও বাবু জুটি ওটিটিতে প্রথম একসঙ্গে আসছেন। আশরাফুল আলম শাওনের লেখা গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস।
ফজলুর রহমান বাবু বলেন, ‘দুই দিনের দুনিয়া সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। সিনেমার গল্পটা যখন শুনি, তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সঙ্গে আমার প্রথম কাজ এটা। সব কিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল যথেষ্ট। আমার প্রত্যাশা বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।’
জানা গেছে, প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দুই দিনের দুনিয়া’। এই সিনেমার গল্পে দেশীয় আবহের সাথে সাইন্স-ফিকশন ঘরানার সংমিশ্রণ করা হয়েছে বেশ সুন্দর ও সহজাত ভঙ্গিতে। এই সিনেমায় রয়েছে তিনটি গান। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু ছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরীসহ প্রমুখ।
Posted ৬:০৭ পিএম | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।