নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পৌণে পাঁচটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়।
Posted ৩:০২ এএম | বুধবার, ১২ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।