নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার বিষয়ে কাজ করতে জাতীয় ঐকমত্য কমিশনকে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থানকারী ছাত্রজনতা।
তারা বলেছেন, ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশন চিঠি পাঠালেও তাতে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ করার কথা নেই। অথচ ফ্যসিবাদী দল ও রাজনীতি নিষিদ্ধ না হলে সব সংস্কারের পরিণতি সংবিধানের পঞ্চম সংশোধনীর মতোই হবে। এ অবস্থায় সবার আগে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐকমত্য হওয়া দরকার।
মঙ্গলবার গণঅবস্থানের ২৭তম দিনে এ কথা বলেন ছাত্রজনতার সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান।
তিনি বলেন, ১৯৭৫ সালে ফ্যাসিস্ট শেখ মুজিবের পতনের পর ফ্যাসিবাদী দল ও রাজনীতি নিষিদ্ধ না করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে পঞ্চম সংশোধনী হয়েছিল। কিন্তু সেই সংশোধনীর বলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়। যার ভয়াবহ পরিণাম শুরু হয়েছে শহীদ জিয়াকে হত্যার মাধ্যমে আর শেষ হয়েছে চব্বিশের জুলাই গণহত্যার মাধ্যমে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ নিষিদ্ধ না করার ঐতিহাসিক পরিণাম স্পষ্ট হওয়ার পর নতুন করে শুধু সংস্কারের কোনো মানে নেই। তাই জাতীয় ঐকমত্য কমিশনের উচিত জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সময় ও অর্থের অপচয় না করে ফ্যাসিবাদ নিষিদ্ধ করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আহমেদ, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার পাঁচ দফা দাবিতে চলমান কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শনী, লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহের ধারাবাহিকতায় গণইফতার আয়োজন করা হচ্ছে। গণইফতারে ছাত্রদের সঙ্গে রিকশা চালক ও পথচারীরাও অংশ নিচ্ছেন।
Posted ২:৫৭ এএম | বুধবার, ১২ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।