বিশ্ব রাজনীতি ডেস্ক | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
জামায়াত-ই-ইসলামির (জেআই) সঙ্গে জোট করে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জামায়াত-ই-ইসলামি।
খাইবার পাখতুনখাওয়ায় জেআইয়ের আমির মোহাম্মদ ইব্রাহিম খান মঙ্গলবার জানান, পিটিআইয়ের সঙ্গে জোট করবে না তার দল। আর পিটিআই তাদের সঙ্গে জোট করে সরকার গঠন করার যে কথা বলছে, তার কোনো ভিত্তি নেই। খবর ডনের
ইব্রাহিম খান বলেন, ‘যেকোনো দলের সঙ্গে (জোট করে) সরকার গঠন করার অধিকার পিটিআইয়ের আছে। কিন্তু এ ক্ষেত্রে জামায়াতের নাম ব্যবহার করার কোনো ন্যায্যতা নেই। পিটিআইয়ের সঙ্গে কোনো ধরনের জোট করার সিদ্ধান্ত নেয়নি জেআই।
Posted ২:১৭ পিএম | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।