| রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে মহাসচিবের গুলশান-২ এর বাসা থেকে তাকে আটক করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়।
এর আগে মির্জা ফখরুলের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢাকাসহ সারাদেশে। শনিবার মহাসমাবেশে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। সমাবেশ ঘিরে উত্তপ্ত ছিল রাজপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত দুইজন নিহত ও কয়েকশ’ আহত হওয়ার পর আকস্মিকভাবে সমাবেশ স্থগিত করে হরতাল ঘোষণা করেন ফখরুল। এছাড়া পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ অনেকেই আহত হন।
Posted ৪:৩৯ এএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।