শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

১৪৮ দিন পর ধর্মঘট প্রত্যাহার হলিউডে

  |   বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   15 বার পঠিত

১৪৮ দিন পর ধর্মঘট প্রত্যাহার হলিউডে

বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডে ধর্মঘটের কারণে অচলবস্থা সৃষ্টি হয়েছিল। ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে গেল ২ মে পথে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। তাদের এই আন্দোলনে অংশ নেন অভিনেতারাও। গত ছয় দশকে হলিউডে এত বড় আন্দোলন হয়নি। লেখকদের এই আন্দোলন রীতিমতো সাড়া জাগিয়েছে হলিউডে। এতে একদিকে যেমন স্তব্ধ হয়ে গেছে একাধিক বিগ বাজেট ছবির কাজ, তেমনি বেশ কিছু ছবি মুক্তির তারিখও পিছিয়ে দিতে হয়েছে।

অবশেষে প্রায় পাঁচ মাস কিংবা ১৪৮ দিন পর সে অচলবস্থা শেষ হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে ধর্মঘট প্রত্যাহার করেছেন লেখক ও চিত্রনাট্যকাররা। এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে ইউনিয়ন জানিয়েছে, রাইটার্স গিল্ড অব আমেরিকা(ডব্লিউজিএ) এমপিটিপি’র(এলায়েন্স অব মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রোডিউসার্স) সাথে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে। পাঁচ দিন ধরে আলোচনার পর তিন বছরের জন্য চুক্তি হয়েছে। মঙ্গলবার চুক্তির সমর্থনে পরিচয় গোপন রেখে ভোটাভুটির কর্মসূচির পরেই ধর্মঘট তোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই আন্দোলনে যুক্ত রয়েছে ডব্লিউজিএর প্রায় সাড়ে ১১ হাজার সদস্য। তাদের সঙ্গে অংশ নিয়েছে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড— আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস তথা এসএজি–আফট্রার প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। তাদের সঙ্গে রয়েছে অভিনেতাদের ইউনিয়নও।

হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছিলেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ, মার্গো রবি, ড্যানিয়েল র‍্যাডক্লিফ, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৪১ এএম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।