শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নির্বাচনের সময় কারও আচরণ পক্ষপাতমূলক হলে ব্যবস্থা: সিইসি

  |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

নির্বাচনের সময় কারও আচরণ পক্ষপাতমূলক হলে ব্যবস্থা: সিইসি

ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকতাদের আচরণ পক্ষপাতমূলক হলে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা বা ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের আচরণ পক্ষপাতমূলক হলে পদক্ষেপ নেয়া হবে।’

সিইসি জানান, সম্প্রতি জামালপুরের ডিসি প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করার জন্যও বলা হয়েছে। নির্বাচন, জনগণ, ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল বলেন, ‘ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকব। আমরা কোনোভাবেই চাইব না, কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলকভাবে প্রতিফলিত হোক।’

তফসিলের আগে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয়ার বিষয়ে সিইসি বলেন, ‘তফসিল ঘোষণার আগে চিঠি দিতে কোথাও বাধা নেই। কমিশনের এখতিয়ার রয়েছে। তফসিল ঘোষণার পরে সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে।

‘তফসিলের আগেও যদি এমন কিছু ঘটে, যেটা নির্বাচনের আস্থা, সরকার ও ইসির আস্থা, যারা নির্বাচন পরিচালনা করছেন, তাদের পক্ষপাতহীন আচরণে যদি বিতর্ক উত্থাপিত হয়, তাহলে ইসি অবশ্যই সরকারের নজরে আনতে পারে।’

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:১৭ এএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।