| বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৩ আগস্ট) নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।
ইনজুরির কারণে প্রায়ই ম্যাচ মিস করেন তামিম। এ বিষয়টি বিবেচনায় নিয়েই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখেন, পাপন ভাই আর জালাল ভাইয়ের সঙ্গে মিটিংয়ে আমি এ কথাটাই বলেছি। আমার পক্ষে ওয়ানডের অধিনায়ক না থাকাটাই হবে ভালো সিদ্ধান্ত।
Posted ৪:০০ পিএম | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।