| শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার সকালে নয়াবাজারে পুলিশের হামলায় আহত হন। সে অবস্থাতেই তাকে হেফাজতে নিয়ে যায় পুলিশ। বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।
রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। এ সময় আরও তিনজনকে আটক করা হয়।
শুক্রবারের মহাসমাবেশ থেকে আজ ঢাকার সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগও পাল্টা শান্তিপূর্ণ অবস্থানের ডাক দেয়। ডিএমপি কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। অনুমতি না পেয়ে ঢাকা নগর আওয়ামী লীগ কর্মসূচি প্রত্যাহার করে নিলেও বিএনপি মাঠে নামার সিদ্ধান্তে অটল থাকে।
Posted ৭:৩০ এএম | শনিবার, ২৯ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।