| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন ১৩৫ জন বাংলাদেশি। রবিবার (৭ মে) সৌদি আরবের বিমান বাহিনীর তিনটি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। তাদের সঙ্গে অন্য দেশের নাগরিকরাও ছিলেন। জেদ্দায় পৌঁছানো বাংলাদেশিদের সোমবার (৮ মে) সকালে দেশে ফেরার কথা রয়েছে।
সংঘাতের মধ্যে সুদান থেকে সৌদি বিমান বাহিনীর ফ্লাইটে জেদ্দায় ফিরেছেন ১৩৫ বাংলাদেশি। এদেরকে আজ সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ দলই সবার আগে সশস্ত্র সংঘাতে বিশৃঙ্খল সুদান থেকে ফিরে আসছেন বলে জানিয়েছেন খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
তিনি গণমাধ্যমকে বলেন, পোর্ট সুদান এলাকা থেকে তিনটি পৃথক ফ্লাইটে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পাঠানো হয়েছে।
সুদানের রাজধানী খার্তুমে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘শনিবার (৬ মে) রাতে সুদান থেকে ৪০০ জন প্রবাসী বাংলাদেশিকে জাহাজে করে ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাহাজ ছাড়েনি। পরে আমাদেরকে ১৩৫ জনের জন্য বিমানের টিকিট দেয় সৌদি কর্তৃপক্ষ। দেশটির বিমান বাহিনীর তিনটি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পোর্ট সুদান এলাকা থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।’
তিনি জানান, প্রথম ফ্লাইটে ৪৫, দ্বিতীয়টিতে ২৪ এবং তৃতীয়টিতে ৬৫ জন বাংলাদেশি পোর্ট সুদান থেকে জেদ্দায় পৌঁছান।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, রবিবার দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশিদের স্বাগত জানান সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তাদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশিদের একটি অংশ রবিবার রাত একটায় জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটটি সোমবার সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সুদানের দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত শুরুর পর খার্তুম থেকে ২ মে রাতে পোর্ট সুদান পৌঁছান ৬৮২ বাংলাদেশি। সেখানে তাদেরকে একটি মাদরাসায় অস্থায়ীভাবে রেখে ফেরানোর কার্যক্রম চলছে।
Posted ৩:২৮ এএম | সোমবার, ০৮ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।