বিনোদন ডেস্ক | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
হাঁটুতে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। আজ সোমবার সকাল ৮টার দিকে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার সঙ্গে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর খান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিনকয়েক আগেও দিব্যি সুস্থ ছিলেন অভিনেতা। স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে নতুন বছরে ঘুরেও এলেন বিদেশ থেকে। তার মাঝেই এই বিপত্তি। হাঁটুর চোটের কারণে আজ সোমবার দুপুরে অস্ত্রোপচারের কথা রয়েছে।
এর আগেও সাইফের হাঁটুতে বেশ কয়েকবার চোট লাগে। প্রথমবার ‘ক্যায় কহনা’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুট করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তারপর ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির শুটিং করতে গিয়ে। সেই সময়ও অস্ত্রোপচার করাতে হয় তাকে।
Posted ১:১৮ পিএম | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।