শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মোদী শপথ নেবেন ৮ জুন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   64 বার পঠিত

মোদী শপথ নেবেন ৮ জুন

ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী ৮ জুন তার শপথ অনুষ্ঠান হবে। বুধবার (৫ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিজেপি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনেও ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল। ৪০০ আসনে জয়ের যে লক্ষ্য ছিল তার ধারে কাছেও ঘেষতে পারেনি তারা। এমনকি বিজেপি এককভাবে ৩০০ আসনও পার করতে পারেনি।

৫৪৩ আসনের মধ্যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২৭২টি আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এ সংখ্যা পার করেছে।

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট জয় পেয়েছে ২৩৫ আসনে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।

চলতি লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০ আসনে জয় পেয়েছে, যা আগের বারের চেয়ে ৬৩টি কম। অন্যদিকে কংগ্রেস এককভাবে ৯৯ আসনে জয় পেয়েছে। অথচ ২০১৯ সালের নির্বাচনে দলটি ৫২ আসনে জিতেছিল

 

Facebook Comments Box

Posted ১১:৫৩ এএম | বুধবার, ০৫ জুন ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।