বাংলাদেশ ডেস্ক | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকো।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন অ্যাটকোর নেতারা।
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী এসময় অ্যাটকোর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি চেয়ারম্যান), এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, বাংলাভিশনের আব্দুল হক, বৈশাখী টেলিভিশনের টিপু আলম মিলন, আরটিভির মো. জসিম উদ্দিন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, একুশে টিভির আবদুস সামাদ লাবুু ও নাগরিক টিভির নাভিদ হক।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আর পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।
Posted ১২:৩৫ পিএম | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।