| শনিবার, ০৫ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের পাঁচ দিনেই মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৩৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৪৯৫ জন। এ নিয়ে এ বছর মারা গেল ৩০৩ জন।
শনিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯ জনের। ঢাকার বাইরে ১ হাজার ৪২৬ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ১৭৭ জন। এর মধ্যে ঢাকার ৯৫০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২২৭ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৯৬৮ জনে। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৫২৩ জন এবং ঢাকার বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৩৩১ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ৩৩৪ জন।
সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে গত জুলাই মাসে। গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। এ সময় ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়।
Posted ২:৪২ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।