শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে অনন্য কীর্তি বুমরাহর

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   15 বার পঠিত

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে অনন্য কীর্তি বুমরাহর

ভারতের ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। বুধবার আইসিসি এই র‌্যাঙ্কিং আপডেট করেছে।

এর আগে কোপিল দেব ১৯৮৯ সালে টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছিলেন। যা এতোদিন ছিল ভারতের পেসারদের সেরা র‌্যাঙ্কিং। বুমরাহ আগে সর্বোচ্চ ৩ পর্যন্ত উঠতে পেরেছিলেন। সাবেক পেসার জহির খানও টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে উঠেছিলেন।

বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ম্যাচ সেরা হন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রান দিয়ে ৬ উইকেট নেন। ভারতের পেসার হিসেবে সবচেয়ে দ্রুত ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ওই কীর্তির পরে টেস্টের সেরা পেসার হওয়ার কীর্তি গড়লেন তিনি।

এর আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার ছিলেন ভারতের রবিশচন্দন অশ্বিন। বুমরাহ তিন ধাপ এগিয়ে তার স্থান দখল করে নিয়েছেন। অশ্বিন নেমে গেছেন তিনে। দুইয়ে আছেন কাগিসু রাবাদা। টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের ওপেনার জশস্বী জয়সাওয়ালের। তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন।

Facebook Comments Box

Posted ১২:৩৯ পিএম | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।