শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এক বিশ্বকাপে ১৩ গোল করা ফন্টেইন আর নেই

  |   বুধবার, ০১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

এক বিশ্বকাপে ১৩ গোল করা ফন্টেইন আর নেই

ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাস্ট ফন্টেইন আর নেই। বুধবার ফন্টেইনের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ফন্টেইনের কথা উঠলেই আসে ১৯৫৮ সালের বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোল করেন তিনি, যা এখনও বিশ্বকাপের কোনো নির্দিষ্ট আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। এক বিশ্বকাপেই নিজেকে অমর করে রেখেছেন তিনি।

ফ্রান্সের জার্সিতে ফন্টেইন ২১টি ম্যাচে খেলেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত সে দেশের জার্সিতে ৩০টি গোল করেছিলেন তিনি। মূলত ১৯৬২ সালে মাত্র ২৮ বছর বয়সে ইনজুরির কাছে পরাজিত হয়ে ফুটবল ক্যারিয়ার থেমে যায় তার।

ফ্রান্সের তিনটি ক্লাবের হয়ে খেলে প্রায় আড়াইশোর কাছাকাছি গোল করেছেন ফন্টেইন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রয়েছে ১০টি গোল। ইউএসএম ক্যাসাব্লাঙ্কার হয়ে ৪৮ টি ম্যাচে করেছিলেন ৬২টি গোল। এরপর নিসের হয়ে ৪২টি গোল করেছিলেন ৬৯টি ম্যাচে। ১৯৫৬ সালে রঁসে যোগ দেন ফতেঁ। অবসর নেওয়ার আগ পর্যন্ত ১৩১ টি ম্যাচে খেলে ১২২টি গোল করেছিলেন এই ক্লাবের হয়ে।

ফুটবলকে বিদায় জানানোর কোচিংয়ে মনোযোগী হয়েছিলেন ফন্টেইন। ১৯৬৭ সালে জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর লুসেঁতে দুই বছর কোচিং করানোর পর পিএসজির দায়িত্ব সামলেছেন ১৯৭৬ সাল পর্যন্ত। তালাউস ও মরক্কোর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফন্টেইন।

Facebook Comments Box

Posted ১:৪৮ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।