শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সেলোনা-ইউনাইটেডের ড্র

  |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সেলোনা-ইউনাইটেডের ড্র

ম্যাচের প্রথম গোলটা বার্সেলোনা করল, শেষ গোলটাও। কিন্তু চার গোলের ম্যাচে মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডও পেল দুই গোল। ক্যাম্প ন্যু-তে তাই জয়-হারের স্বাদ পেল না কোনো দলই। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়া বার্সেলোনা-ইউনাইটেডকে এখন অপেক্ষায় থাকতে হবে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের। ওল্ড ট্রাফোর্ডে আগামী ২৩ ফেব্রুয়ারি ফিরতি লেগ খেলবে দুই দল।

ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা ইউনাইটেড ম্যাচে নাটক হয়েছে বেশ। প্রথমার্ধটা ছিল গোলশূন্য। কিন্তু গোলহীন শুনলে যেমন ম্যাড়ম্যাড়ে ম্যাচের ছবি চোখে ভাসে, খেলা মোটেও সে রকম হয়নি। বরং দুই দলই খেলেছে আক্রমণ, পাল্টা-আক্রমনে। তৈরি করেছে দারুণ কিছু সুযোগ। বার্সেলোনাই নিজেদের একটু বেশি সৌভাগ্যবান ভাবতে পারে। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে ম্যাচে ওই সময়ই পিছিয়ে পড়ত তারা।  মার্কাস রাশফোর্ড ও ভাউট ভেগহোর্স্টের প্রায় নিশ্চিত দুটি গোলের হাত থেকে বার্সাকে বাঁচিয়েছেন টের স্টেগেন। সুযোগ বার্সেলোনাও পেয়েছে। কিন্তু রবার্ট লেভানডফস্কি ও জর্ডি আলবা সেই সুযোগ দুটি কাজে লাগাতে পারেননি।

বিরতির পর ম্যাচের প্রথম গোলটা করে বার্সেলোনা। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে হেড করেন মার্কাস আলোনসো, বল চলে যায় ইউনাইটেডের জালে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। তিন মিনিট পরেই ডানদিকে ফ্রেডের পাস থেকে বল পেয়ে বেশ দূরহ কোন থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। সব প্রতিযোগিতা মিলে ইউনাইটেডের জার্সিতে এই মৌসুমে রাশফোর্ডের এই ২২তম গোল। রেড ডেভিলদের হয়ে নিজের ক্যারিয়ারের সেরা সময়ই কাটাচ্ছেন ইংলিশ এই ফরোয়ার্ড।

সমতা ফেরানোর মিনিট ছয়েক পরে এগিয়েও যায় ইউনাইটেড। এবারও রাশফোর্ডের শট। তবে সেটাতে পা লাগাতে পারেননি তাঁর কোনো ইউনাইটেড সতীর্থ। কিন্তু বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দের গায়ে লেগে বল ঠিকই চলে যায় জালে।

বার্সেলোনা সমতা ফেরায় ম্যাচের ৭৬ মিনিটে। সেটা একটু বিস্ময়করভাবেই। কাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে জুল কুন্দে বাড়াল রাফিনিয়ার দিকে। রাফিনিয়া শট নিয়েছিলেন লেভানডফস্কির দিকে। কিন্তু লেভা বল ধরতে পারেননি, পারেননি ইউনাইটেডের কোনো খেলোয়াড়ও। ইউনাইটেড গোলরক্ষক দে হায়াকে ফাঁকি দিয়ে সেই বল চলে যায় জালে।

এরপর কাসেমিরোর আরও একটি শট পোস্টে লেগে ফিরেছে। আনসু ফাতির শট দারুণভাকে ঠেকিয়েছেন দে হেয়া। ফলে আর গোল পায়নি কোনো দলই।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।