শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জাতিসংঘের নতুন ফোর্স কমান্ডার বাংলাদেশের মেজর জেনারেল ফখরুল আহসান

  |   শনিবার, ১৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   11 বার পঠিত

জাতিসংঘের নতুন ফোর্স কমান্ডার বাংলাদেশের মেজর জেনারেল ফখরুল আহসান

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসানকে পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন-মিনারসোতে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন।

তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়া-উর রেহমানের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২৩ সালের মার্চের শেষে তার কার্যভার সম্পন্ন করবেন।

শনিবার (১৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মেজর জেনারেল ফখরুল আহসান এর আগে জাতিসংঘ মিশনে সোমালিয়াতে ও কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও, তিনি ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তার সুদীর্ঘ পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন।

মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১০ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং কক্সবাজার এলাকায় কমান্ডার হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে এবং ১৬তম এবং ৬৯তম পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল আহসান বিজ্ঞানে স্নাতক, ডেভেলপমেন্ট স্টডিসে স্নাতকোত্তর এবং ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়ান এবং হিন্দি ভাষায় পারদর্শী।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:২৪ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।