শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে-ইসি আনিসুর

  |   শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   16 বার পঠিত

এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে-ইসি আনিসুর

এক সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিতীয় দফা প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণে আসা কর্মকর্তাদের উদ্দেশে আনিছুর রহমান বলেন, প্রশিক্ষণে যেসব বিষয়ে আলোচনা হবে, তা মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ, আগামী এক সপ্তাহেই হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে।

আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, অতীতকে আমরা পরিবর্তন করতে পারবো না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর এমন একটা নির্বাচন উপহার দেব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, এখন সবকিছু দৃশ্যমান। আগের দিনের মতো নেই। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমাদের নজরদারিতে রাখা হচ্ছে। সবসময় বলি, মিডিয়ার ভাইয়েরা (গণমাধ্যমকর্মীরা) আমার চোখের কাজ করেন। যাদের হাতে মোবাইল ফোন আছে, তারাও কিন্তু এ ধরনের অ্যাকটিভিটিস (তৎপরতা) করছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে নির্বাচনই গণতন্ত্রের বাহন এবং প্রাণ।

তিনি বলেন, ভোটারদের ভোট প্রদানের স্বাধীনতা যাতে ব্যহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনে বিভিন্ন দেশের আগ্রহ আছে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর করা যাবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:১২ পিএম | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।