শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইমেইল শিডিউল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   51 বার পঠিত

ইমেইল শিডিউল

অনেকেই জিমেইলে ই-মেইল শিডিউলিংয়ের বিষয়টি খুব বেশি চর্চা করেন না। কিন্তু ‘ই-মেইল শিডিউল’ করার সহজ সমাধান দিয়েছে জিমেইল। ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনের জিমেইল থেকে কীভাবে ই-মেইল শিডিউল করবেন, তা জানা থাকা শ্রেয়।

জিমেইলে ‘ই-মেইল শিডিউলিং’ ফিচার দিয়ে আগে থেকেই তারিখ, সময় ও যাকে ই-মেইল প্রেরণ করবেন, তা নির্ধারণ করে রাখা যায়। স্মার্টফোনে জিমেইল অ্যাপ থেকে ই-মেইল শিডিউল করে নেওয়া যায়। স্মার্টফোনে জিমেইল অ্যাপে ই-মেইল শিডিউল করতে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে জিমেইল অ্যাপ খুলতে হবে।

দ্বিতীয় ধাপে ডেস্কটপের মতোই ই-মেইল লিখে তা রেসিপিয়েন্ট, অর্থাৎ যাকে ই-মেইল প্রেরণ করবেন, তার ই-মেইল আইডি লিখে ড্রাফট করে ফেলতে হবে। ঠিক উপরে ডানদিকের কোণে তিনটি ‘ডট’ থেকে ট্যাপ করে শিডিউল সেন্ড অপশন পাওয়া যাবে। এখানে ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে।

আবার বেশ কিছু অপশন প্রি-সেটও থাকবে। চাইলে পছন্দমতো তারিখ ও সময় নির্ধারণ করতে পারবেন। শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই ই-মেইলে প্রেরণের দিনক্ষণ নির্ধারিত হয়ে যাবে।

Facebook Comments Box

Posted ৬:০৮ পিএম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।