শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আজও রাজপথে থাকবে আ.লীগ-বিএনপি

  |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   6 বার পঠিত

আজও রাজপথে থাকবে আ.লীগ-বিএনপি

শক্তির মহড়া দিতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আজ বুধবারও (১৯ জুলাই) রাজপথে থাকবে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। একদিকে বিএনপির সরকার পতনের এক দফা, অন্যদিকে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকায় কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দুই দল।

এদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম কর্মসূচি শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানীর আটটি পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রায় মানুষের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব যুগপতে যুক্ত রাজনৈতিক দল ও জোটের। তারা মনে করে, সরকার পতনের বিক্ষোভে নেমেছে মানুষ। এরই প্রতিফলন দেখা গেছে পদযাত্রায়। প্রথম দিনের কর্মসূচি নিয়ে সন্তুষ্ট হলেও পদযাত্রার দ্বিতীয় দিন বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

রামপুরা ব্রিজে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির আজকের পদযাত্রার রোডম্যাপ হচ্ছে-আব্দুল্লাহপুর-বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা ব্রিজ-আবুল হোটেল-খিলগাঁও-বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা)।

অন্যদিকে, বেলা ৩টায় রাজধানীর সাত রাস্তায় ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সেখান থেকে মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রা করবে দলটি।

রাজধানী ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে করবে আওয়ামী লীগ। এদিকে সরকারের পদত্যাগে একদফা দাবিতে আজও পদযাত্রা করবে বিএনপি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও খুলনা মহানগরীসহ কয়েক জেলায় পালিত হবে এ কর্মসূচি। রাজধানীতে আব্দুল্লাহপুর থেকে বেলা ১১টায় শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে পদযাত্রা। ৬ ঘণ্টার এ পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

Facebook Comments Box

Posted ২:৪৪ এএম | বুধবার, ১৯ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।