| বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
থাইল্যান্ডে ১৭ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে গভীর কুয়া থেকে উদ্ধার হলো এক বছর বয়সী এক শিশু। শিশুটি সামান্য আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সোমবার বিকেলে মিয়ানমার সীমান্তের কাছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় টাক প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খেলতে গিয়ে ১২ ইঞ্চি প্রশস্ত ও ৪২ ফুট গভীর কুয়ায় পড়ে যায় শিশুটি। সে সময় তার মা-বাবা মাঠে কাজ করছিলেন। পরে কর্তৃপক্ষ সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ ঘন্টা পর শিশুটিকে জীবিত উদ্ধার করে।
শিশুটির মা-বাবা মিয়ানমার থেকে অভিবাসী হয়ে থাইল্যান্ডে থাকেন। তাঁরা বলেন, তাঁরা খারিরাত উপজেলার টাপিওকা ফার্মে কাজ করেন। শিশুটিকে সেখানে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। একটি গাছের নিচে তাকে রেখে তাঁরা মাঠে কাজ করছিলেন। বিকেলে কাজের বিরতির সময় তাঁরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কুয়া থেকে কান্নার শব্দ শুনে তাঁরা সংকেত বাজাতে থাকেন।
খবর পেয়ে উদ্ধারকারী দল যন্ত্র দিয়ে সারা রাত কুয়ার পাশে ১০ মিটার গভীর গর্ত করেন। শিশুটির শ্বাস নেওয়ার জন্য কুয়ায় অক্সিজেন পাম্প করা হয়। পরে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মী চানাচার্ট ওয়ানচারেরনরুং বলেন, ‘শিশুটি নিরাপদে উদ্ধার করতে পারায় আমরা আনন্দিত। আমরা সোমবার বিকেল থেকে উদ্ধারের চেষ্টা করছি। সবাই সারা রাত নির্ঘুম কাজ করেছে। সবাই সাহায্য করেছে।’
Posted ৩:১৩ এএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।