শুক্রবার ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান বাবুকে আ.লীগ থেকে সাময়িক বহিষ্কার

  |   শনিবার, ১৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   35 বার পঠিত

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান বাবুকে আ.লীগ থেকে সাময়িক বহিষ্কার

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম গণমাধ্যমকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে উপস্থিত হয়ে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড় এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন নাদিম। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজেও দেখা যায়, চলন্ত মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে পেটাতে পেটাতে সিসিটিভির আওতার বাইরে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এরপর তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নাদিম।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ ছিলেন চেয়ারম্যান। বিভিন্ন সময় তিনি নাদিমকে হুমকিও দিয়েছেন।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই চেয়ারম্যানের অনুসারী বলে পরিচিত। তবে চেয়ারম্যান বাবু এখনও আটক হননি।

Facebook Comments Box

Posted ৫:১৬ এএম | শনিবার, ১৭ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।