নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ মে ২০২৫ | প্রিন্ট | 151 বার পঠিত
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির হঠাৎ অবসর নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। এ মাসের শুরুর দিকে পাঁচ দিনের ব্যবধানে টেস্টকে বিদায় জানান ভারতের দুই ব্যাটিং স্তম্ভ। প্রথমে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত, এরপর একই পথে হাঁটেন কোহলি। ইংল্যান্ড সফরের আগে এমন অপ্রত্যাশিত জোড়া ধাক্কার জন্য ভারতের ক্রিকেটপ্রেমীদের অনেকে কাঠগড়ায় তুলছেন কোচ গম্ভীরকে।
শনিবার (২৪ মে) ইংল্যান্ড সফরের দল ও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে ভারত। তার আগে রোহিত ও কোহলির অবসরের পেছনে কলকাঠি নাড়ার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিলেন গম্ভীর।
সিএনএন-নিউজ ১৮কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধান কোচ বলেছেন, ‘কে কখন খেলা শুরু করবে এবং কখন শেষ করবে, এটা খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ হোক, নির্বাচক হোক, দেশের কোনো ব্যক্তিরই কোনো ক্রিকেটারকে বলার অধিকার নেই যে, সে কখন অবসর নেবে ও কখন নেবে না। এটা নিজের ভেতর থেকেই আসে। তাদের সিদ্ধান্তকে সবার সম্মান করা উচিত।’
গত বছর আন্তর্জাতিক টি ২০ থেকেও অবসর নেওয়া রোহিত ও কোহলিকে এখন শুধু ওয়ানডেতে দেখা যাবে। কিন্তু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলে কি তাদের জায়গা হবে? উত্তরটা আপাতত সময়ের হাতে ছেড়ে দিলেন গম্ভীর, ‘২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বর এখনো আড়াই বছর দূরে। এর মধ্যে অনেক কিছুই হতে পারে। তবে আমি মনে করি, যদি কেউ পারফর্ম করতে থাকে, তাহলে বয়স শুধুই সংখ্যা।’
Posted ৭:১১ পিএম | শুক্রবার, ২৩ মে ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।