বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যৌথ বিমান মহড়ার সময় বৃদ্ধিতে সম্মত যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া

  |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   117 বার পঠিত

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে চলমান যৌথ বিমান মহড়ার সময় বাড়াবে।
উত্তর কোরিয়ার ‘সাম্প্রতিক উস্কানিমূলক’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকশ’ যুদ্ধবিমানের অংশগ্রহণে সিউল ও ওয়াশিংটন তাদের এযাবতকালের সর্ববৃহৎ এ যৌথ বিমান মহড়া শুরু করে। খবর এএফপি’র।
পিয়ংইয়ংয়ের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানায়, ‘যৌথ বিমান বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের এ বিমান মহড়ার সময় বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকা-ের ফলে গত ৩১ অক্টোবর থেকে তারা এ মহড়া চালানো শুরু করে।’

Facebook Comments Box

Posted ৬:০৭ পিএম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।