| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 106 বার পঠিত
বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের এক সপ্তাহও পার হয়নি। এর মধ্যে আজ লিগে আরেকটি ধাক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছিল পিএসজি। পয়েন্ট তালিকার ১৫ নম্বর দলের বিপক্ষে সহজে জেতা দূরে থাক, ৮৯ মিনিট পর্যন্ত সমতায় আটকে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
তবে মেসি-এমবাপ্পেতে ভর করে শেষ মুহূর্তে উদ্ধার হয়েছে পিএসজি। ৯০ মিনিটে মেসির পাস থেকে গোল করেছেন এমবাপ্পে। ব্রেস্তের বিপক্ষে পিএসজি জিতেছে ২-১ ব্যবধানে।
এ জয়ে লিগ শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৬৬। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৫।
বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে একটিও গোল করতে পারেননি মেসি-এমবাপ্পেরা। তবে ফ্রেঞ্চ লিগে দুজনই ছিলেন ছন্দে। তার ওপর প্রতিপক্ষ ব্রেস্ত এমন এক দল, পিএসজিকে যারা সর্বশেষ ২৪ দেখায় হারাতে পারেনি।
এর মধ্যে শেষ ১২টিতেই জিতেছিল পিএসজি। এমন এক দলের কাছেই কিনা পয়েন্ট খোয়ানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল পিএসজি।
শুরুটা ছিল একের পর আক্রমণ দিয়ে। ব্রেস্তকে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে। পিএসজির আক্রমণের তীব্রতায় মনে হচ্ছিল গোল চলে আসবে যে কোনো মুহূর্তে।
Posted ১২:০১ এএম | রবিবার, ১২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।