| শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
তুরস্কের জন্য ১.৭৮ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে দেশ দুটিতে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে।
এখনো ধ্বংসস্তুপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।
সাময়িকভাবে পাশে দাঁড়াতে এ অর্থায়নের ঘোষণা দেওয়া হয়। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, বিশ্বব্যাংক গ্রুপের পক্ষ থেকে, আমরা তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।ভূমিকম্পের ফলে যে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে তার জন্য আমরা মর্মাহত। আমরা তাৎক্ষণিক সহায়তা ঘোষণা করছি। এটি দেশের পুরনুদ্ধার এবং পনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলিকে চিহ্নিত করবে কারণ আমরা সেই চাহিদাগুলিকে সমর্থন করার জন্য কাজ করি।
এদিকে, বিধ্বস্ত তুরস্কের অবকাঠামো নির্মাণ, জরুরি সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক শুক্রবার তুরস্কের ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে ১ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে। ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্ব তুর্কিয়ে এবং এর আশপাশে ব্যাপক প্রাণহানি, আহত এবং অত্যন্ত উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
Posted ৫:১৩ এএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।