| বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
একটি বিশেষ চেচেন সামরিক ইউনিটের যোদ্ধারা মেরিঙ্কা শহরের কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি সুরক্ষিত পোস্টে হামলা চালিয়ে দখল করেছেন এবং বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছেন।
মঙ্গলবার চেচেন নেতা রমজান কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন। খবর তাস নিউজের।
তিনি বলেন, ‘রাশিয়ার হিরো আখমাদ-খাদজি কাদিরভের নামানুসারে সেভার-আখমত বিশেষ রেজিমেন্টের যোদ্ধারা দুর্গসহ একটি প্রতিরক্ষা পোস্টে হামলা চালিয়েছেন। প্রতিপক্ষের কর্মীদের একটি বড় অংশ নিহত হয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক ইউক্রেনীয় সেনা সদস্যকে বন্দী করা হয়েছে।
চেচেন নেতা বলেন, দখল করা পোস্টটি একটি সুবিধাজনক অবস্থানে স্থাপন করা হয়েছিল এবং এতে ট্রেঞ্চওয়ার্ক এবং ডিফেন্ডেড ফায়ারিং পজিশনের একটি লাইন অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও বলেন, ‘এ সুরক্ষিত পোস্টটি দখল করা আমাদের যোদ্ধাদের দ্বারা অর্জিত একটি উজ্জ্বল ফলাফল। এই সুরক্ষিত অবস্থানটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং এর দখল মেরিঙ্কা ফ্রন্টে একটি গুরুতর সাফল্য।
Posted ৩:০৭ এএম | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।