সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেপালে উপপ্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ

  |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   199 বার পঠিত

নেপালে উপপ্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ

নেপালের উপপ্রধানমন্ত্রী এবং অন্য তিনজন মন্ত্রী ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল একটি বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করার পরিকল্পনা করেছেন বলার পর তারা এই পদক্ষেপ নেন।

উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন শনিবার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। তিনি জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রীও ছিলেন। তার সঙ্গে নগর উন্নয়ন, আইন বিষয়ক এবং তাকে সহায়তাকারী একজন কনিষ্ঠ মন্ত্রীও পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় চার মন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না তা জানায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে লিংডেন বলেছেন, ‘যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম সেটি আর অক্ষত নেই। তাদের পক্ষে সরকারে থাকা ঠিক হবে না।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দাহালের নতুন সরকার এখনো সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন ভোগ করলেও চার মন্ত্রীর পদত্যাদের কারণে তাৎক্ষণিক সমস্যায় পড়বে। গোলযোগের ফলে নতুন জোট গঠন হতে পারে বলেও মন্তব্য করেছেন তারা।

এর আগে শুক্রবার দাহাল বলেছিলেন, তিনি তার জোটের অংশীদার কমিউনিস্ট ইউনিফাইড মার্ক্সবাদী-লেনিনবাদী (ইউএমএল) পার্টির প্রার্থীর পরিবর্তে আগামী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী নেপালি কংগ্রেস পার্টি থেকে রাম চন্দ্র পাউডেলকে সমর্থন করবেন। তবে তিনি তার সিদ্ধান্তের কারণ জানাননি। নেপালি কংগ্রেস দল দাহালের মাওবাদী কেন্দ্র দলের সাবেক মিত্র।

নভেম্বরে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দাহালের নেতৃত্বে একটি জোট সরকার গঠন করা হয়। তার মাওবাদী গোষ্ঠী এক দশকব্যাপী সশস্ত্র বিদ্রোহ পরিত্যাগ করার পর থেকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। বিদ্রোহে ১৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০০৬ সালে তারা জাতিসংঘ-সহায়তা শান্তি প্রক্রিয়া এবং মূলধারার রাজনীতিতে যোগ দেয়।

Facebook Comments Box

Posted ১১:৫২ পিএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।