মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নির্দিষ্ট এলাকা ধরে লোডশেডিংয়ের কথা ভাবছেন প্রধানমন্ত্রী।

  |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   199 বার পঠিত

 

৫ জুলাই ২০২২,

 

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সাশ্রয়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক লোডশেডিং চালুর কথা ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি মনে করি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিছু সময়ের জন্য (প্রতিদিন) বিদ্যুৎ উৎপাদন কমাতে বলব, যাতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সাশ্রয় করা যায়।

তিনি উল্লেখ্ করেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশবাসী প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং প্রত্যক্ষ করেছে। .

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এবং সবাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে, কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল, ডিজেল, ভোজ্যতেল ও সারের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়েছে। শুধু তাই নয়, বেড়েছে চালানের ভাড়াও। আমি ৬০০ কোটি টাকায় যা পেতাম এখন তার দাম ১৫০০ থেকে ২,০০০ কোটি টাকা। আমরা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতাম, তার দাম বেড়েছে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, বিদ্যুতে বড় ধরনের ভর্তুকি দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ আমাদের আছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই খরচ গ্রাহকের কাছ থেকে নিতে পারছি না। কিন্তু আমরা কত ভর্তুকি দেব? যেখানে বিশ্ব অর্থনৈতিক মন্দা। তাই আমি আপনাকে বিদ্যুতের খরচ বাঁচাতে অনুরোধ করব, সীমিত রাখুন। এতে আপনারও উপকার হবে। আপনার বিলও কম যাবে।

অনেক উন্নত দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতি ইঞ্চি জমি ও জলাশয়কে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তাই এটি সব ক্ষেত্রেই সাশ্রয়ী হতে হবে। আমরা এখনই কিছু পদক্ষেপ না নিলে ভবিষ্যতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব।

ফোর্সেস গোল ২০৩০ অনুসরণ করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না, আমরা শান্তি চাই। এ ক্ষেত্রে আমরা জাতির পিতার প্রতিরক্ষা নীতি মেনে চলি। কিন্তু একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে, বিশেষ করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সংগঠন গড়ে তুলতে। আমরা সে জন্য পদক্ষেপ নিয়েছি এবং বাস্তবায়ন করেছি।

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। যারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের, মন্ত্রীদের, উপদেষ্টাদের এবং সচিবদের বা বাংলাদেশকে অসম্মান করতে চেয়েছে তাদের আমরা জবাব দিয়েছি।

তিনি বলেন, পদ্মা সেতু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অনন্য জাতীয়তার বহিঃপ্রকাশ।

Facebook Comments Box

Posted ১:৫২ পিএম | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

Update on TPS for Haiti
(391 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।