| সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
চলতি বছরের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল তীব্র শীত ও ঘন কুয়াশা। এর সঙ্গে বাড়ছিল শৈত্য প্রবাহ। কিছুদিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে। তবে এখন শীত আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশের বেশির ভাগ এলাকায় কমেছে রাতের তাপমাত্রা। এ অবস্থা আরও কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘন্টায় গড়ে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তাই শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি শৈত্যপ্রবাহের এলাকার ও বিস্তৃতি ঘটবে।
সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
Posted ৮:৩৭ এএম | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।