বুধবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের বদলে দুধ তুলে দেওয়া হলো শহরের অর্ধভুক্ত গোপালদের হাতে

  |   শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   113 বার পঠিত

জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের বদলে দুধ তুলে দেওয়া হলো শহরের অর্ধভুক্ত থাকা ছোট্ট গোপালদের হাতে।

অভিনব পদক্ষেপ নিলো শহরের খ্যাতনামা পুজো কমিটি। প্রথাগত নিয়ম ভেঙ্গে শ্রী কৃষ্ণ (গোপালকে) ননী, মাখন না দিয়ে দুধ তুলে দেওয়া হলো। গোপালের পাশাপাশি অর্ধভুক্ত থাকা শহরের রাস্তায় ঘুরে বেড়ানো ছোট্ট ছোট্ট গোপালদের হাতে। তবে শুধুমাত্র গোপাল নয় ছেলে মেয়ে নির্বিশেষে দুধ তুলে দেওয়া হোলো। মাটির পাত্রে কএর দুধ তুলে দেওয়া হলো তাদের হাতে ।

হঠাৎ করেই দুধের দাম বাড়ায় নিজের সন্তানকে পুষ্টি যোগাতে হিমসিম খাচ্ছেন শহরের নিম্নবিত্ত গরীব মা বাবারা। একে রোজগার কম, ঘরে অভাব,‌ তার উপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যেভাবে দাম বাড়ছে তাতে নিজের সন্তান এর মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে প্রান ওষ্টাগত। এই সময়ে দাঁড়িয়ে শহরের খ্যাতনামা পুজো কমিটি বাবুবাগান সর্বজনীন নতুন উদ্যোগ নিলো জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণকে ননী মাখন খাওয়ানোর রেওয়াজ। এবার  সেই রেওয়াজ ভাঙ্গলো তারা। মাখন ননীর বদলে এলো দুধ। গোপালের পাশাপাশি  শহরের গরিব ঘরের গোপালদের কৃষ্ণ সাজিয়ে ননীর বদলে দুধ দিয়ে জন্মাষ্টমী পালন করল তারা। এদিন নিজেদের দুর্গাপুজোর ২০২২ এর থিম জনসমক্ষে আনলো বাবুবাগান সর্বজনীন। এবছর তাদের পুজোর থিম ‘মা তুঝে সেলাম’। উপস্থিত ছিলেন চেয়ার পারশন মালা রায়, মেয়র পারিষদ দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, সুজাতা গুপ্তা, জাভেদ খান সহ অনান্যরা। তারা নিজে হাতে অর্ধভুক্ত ছোট্ট ছোট্ট গোপালদের মুখে দুধ তুলে দেন। বাবুবাগান সর্বজনীন এর এই অভিনব উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সাধারন মানুষ।

Facebook Comments Box

Posted ৬:০০ পিএম | শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।