| বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৯৮ টাকা। হিসাব অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৭৬ টাকা।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি লেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। আর ২ জানুয়ারি একই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৬৫ টাকা। ডিসেম্বরে এই গ্যাসের দাম ৪৬ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ২৯৭ টাকা।
মার্চে রেটিকুলেটেড এলপিজির দাম হবে প্রতিকেজি ১১৫ টাকা ৩১ পয়সা। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারিত হয়েছে ৬৬ টাকা ২২ পয়সা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্চে সৌদি আরমকো ঘোষিত প্রতিটন প্রোপেন ৭২০ ডলার ও বিউটেন ৭২০ ডলার হিসাবে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণের মূল্য দাঁড়ায় ৭৩৩ ডলার। তাতে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য দাঁড়ায় ১১৮ টাকা ৫৪ পয়সা।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এর দাম নির্ধারণ করে। এর উপর ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
Posted ১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।