| রবিবার, ০৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 126 বার পঠিত
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঝাপোরিঝিয়া শহরে রাতভর বেসামরিক লক্ষ্যবস্তুতে চালানো গোলাবর্ষণের হামলাগুলোতে, অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে।
আরও ডজনকয়েক মানুষ আহত হওয়ার খবরও জানানো হয়।
ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অধিভুক্ত করার রুশ প্রচেষ্টার প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক “সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষায়” নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, রুশ বাহিনীকে অবশ্যই ঐ বিদ্যুৎকেন্দ্রটি থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং সেটির নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতে ফিরিয়ে দিতে হবে।
পররাষ্ট্র বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধি, ইয়োসেপ বোরেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলকে “অবৈধ, ও আইনগতভাবে বাতিল” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “সমগ্র ইউরোপের নিরাপত্তার স্বার্থে, ঐ স্থাপনাটিতে [আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আরও শক্তিশালী] উপস্থিতি এবং বিদ্যুৎকেন্দ্রটিতে তাদের অবাধ গমন জরুরিভাবে প্রয়োজন।”
এর আগে শনিবার আইএইএ জানায় যে, নতুন করে রুশ গোলাবর্ষণের কারণে ঝাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রটিতে বাইরে থেকে আসা একমাত্র বিদ্যুৎ সরবরাহটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর ফলে সেটিকে বাধ্য হয়ে জরুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি পারমাণবিক চুল্লিই বন্ধ থাকার পরও, সেগুলোর শীতলীকরণ ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা চালু রাখতে বিদ্যুতের প্রয়োজন হয়। আইএইএ বলেছে, বিদ্যুৎকেন্দ্রটির প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইনটি মেরামতে কাজ আরম্ভ করেছেন।
আইএইএ প্রধান রাফায়েল গ্রসি, বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে একটি নিরাপত্তা এলাকা স্থাপনের বিষয়ে আলোচনায় বসতে আসন্ন দিনগুলোতে মস্কো সফর করবেন। শুক্রবার তিনি ইউক্রেনে ছিলেন এবং পরিস্থিতি বিষয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করেন। গ্রসি বলেন, বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা রাশিয়ার কাছে হস্তান্তর করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
Posted ৬:২৬ পিএম | রবিবার, ০৯ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।