| শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 17 বার পঠিত
বিএনপি এবার শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দিতে চাইছে। আজ শনিবার সারা দেশে ৬৬টি সাংগঠনিক জেলায় একযোগে যে পদযাত্রা হবে, সেখান থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। পরবর্তী কর্মসূচি হতে পারে আগামী ৪ মার্চ ঢাকাসহ সব মহানগরের থানায় থানায় ‘বিক্ষোভ পদযাত্রা’।
এদিকে বিএনপি আজ জেলায় জেলায় পদযাত্রার যে কর্মসূচি পালন করবে, এই কর্মসূচির ঢাকা জেলার পদযাত্রা হবে কাল রোববার।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের নেতারা এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নিপীড়ন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে তাঁরা আগের সব বিষয়গুলোর সঙ্গে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও নিপীড়নের প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন।
বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে আজ জেলায় জেলায় এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
Posted ২:৩৪ এএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।